পিএসসির আবেদ আলীর স্ত্রীর ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো: সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা মহানগর দায়রা জজ আদালত
ঢাকা মহানগর দায়রা জজ আদালত |ইন্টারনেট

সরকারি কর্মকমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক ও পিএসসির প্রশ্নফাঁস কেলেঙ্কারির হোতা সৈয়দ আবেদ আলী জীবনের স্ত্রী শাহরিন আক্তার শিল্পী এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ঢাকায় দু’টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

এছাড়া তার নামে থাকা মাদারীপুরে ১৪৮ শতক জমি জব্দ ও পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো: সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারি মো: রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, শাহরিন আক্তার শিল্পীর নামে বর্ণিত স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। শাহরিন আক্তার শিল্পীর নামে অর্জিত স্থাবর/অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর সম্ভবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে শাহরিন আক্তার শিল্পীর নামে অর্জিত স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ/ক্রোক করা আবশ্যক।

সূত্র : বাসস