জুলাই আন্দোলনের ভিডিও জাদুঘরে প্রেরণ

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য বাঁক হিসেবে বিবেচিত এই আন্দোলনের প্রেক্ষাপট, ঘটনাপ্রবাহ ও তাৎপর্য সংরক্ষণের লক্ষ্যে সুপ্রিম কোর্ট এই তথ্যনির্ভর ভিডিও ডকুমেন্টারিটি তৈরি করে।

নয়া দিগন্ত অনলাইন
সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট |সংগৃহীত

চব্বিশের ঐতিহাসিক ‘জুলাই আন্দোলন’-এর প্রামাণ্য ভিডিও ডকুমেন্টারি আজ আনুষ্ঠানিকভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এ প্রেরণ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য বাঁক হিসেবে বিবেচিত এই আন্দোলনের প্রেক্ষাপট, ঘটনাপ্রবাহ ও তাৎপর্য সংরক্ষণের লক্ষ্যে সুপ্রিম কোর্ট এই তথ্যনির্ভর ভিডিও ডকুমেন্টারিটি তৈরি করে।

বুধবার (৩০ জুলাই) সুপ্রিম কোর্টের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রসমাজ ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সারাদেশে ন্যায়বিচার ও জবাবদিহিতার দাবিতে যে গণআন্দোলন শুরু হয়, তা ছিল একটি গণচেতনার জোরালো বহিঃপ্রকাশ। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এর প্রতিফলন ঘটে। আন্দোলনের উত্তেজনাকর পরিবেশে প্রধান বিচারপতির সরকারি বাসভবনের কিছু অংশে অনাকাঙ্ক্ষিত ভাংচুর ও ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটে।

এতে আরো বলা হয়, সেই সময়ের বাস্তবতা, রাজনৈতিক অভিঘাত ও জনগণের মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়াকে প্রেক্ষাপটে তুলে ধরতেই ভিডিও ডকুমেন্টারিটি প্রস্তুত করা হয়। এটি নিছক একটি ঘটনার রূপায়ণ নয় বরং ইতিহাসের একটি জীবন্ত দলিল হিসেবে বিবেচিত হবে।

স্মৃতি জাদুঘরে প্রেরণের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আশা প্রকাশ করেছে, এই গুরুত্বপূর্ণ প্রামাণ্যচিত্র যথাযথ গুরুত্বসহকারে সংরক্ষণ ও প্রদর্শন করা হবে। সুপ্রিম কোর্ট মনে করে এটি আগামী প্রজন্মের জন্য ইতিহাস সচেতনতা বৃদ্ধি ও নাগরিক দায়িত্ববোধ গঠনে কার্যকর ভূমিকা রাখবে। বাসস