জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম আজ বুধবার সকাল ৯টায় মুক্তি পাচ্ছেন।
ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো: জাহাঙ্গীর কবির জানান, আজহারুল ইসলামের খালাসের কাগজপত্র যাচাই-বাছাই করে কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সকালে সব প্রক্রিয়া সম্পন্ন করে তাকে মুক্তি দেয়া হবে।
অন্যদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, এ উপলক্ষে এটিএম আজহারুল ইসলামকে বুধবার সকাল সাড়ে ৯টায় আন্তরিক শুভেচ্ছা ও অভ্যর্থনা জানাবে দলটি।