সকালে মুক্তি পাচ্ছেন জামায়াত নেতা এটিএম আজহার

আজ বুধবার সকাল ৯টায় মুক্তি পাচ্ছেন এটিএম আজহারুল ইসলাম।

নয়া দিগন্ত অনলাইন
আদালতে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম
আদালতে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম |ফাইল ফটো

জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম আজ বুধবার সকাল ৯টায় মুক্তি পাচ্ছেন।

ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো: জাহাঙ্গীর কবির জানান, আজহারুল ইসলামের খালাসের কাগজপত্র যাচাই-বাছাই করে কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সকালে সব প্রক্রিয়া সম্পন্ন করে তাকে মুক্তি দেয়া হবে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, এ উপলক্ষে এটিএম আজহারুল ইসলামকে বুধবার সকাল সাড়ে ৯টায় আন্তরিক শুভেচ্ছা ও অভ্যর্থনা জানাবে দলটি।