সাবেক স্ত্রীর মামলায় গ্রেফতারের পর জামিন পেলেন হিরো আলম

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে উভয়পক্ষের শুনানি নিয়ে ২০০ টাকা মুচলেকায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো: রাকিবুল হাসান এ আদেশ দেন।

নয়া দিগন্ত অনলাইন
আশরাফুল আলম ওরফে হিরো আলম
আশরাফুল আলম ওরফে হিরো আলম |সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে উভয়পক্ষের শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো: রাকিবুল হাসান এ আদেশ দেন।

এর আগে, দুপুর আড়াইটার দিকে গ্রেফতার করা হয় হিরো আলমকে। বিকেল ৪টা ১০ মিনিটের দিকে হাতিরঝিল থানা থেকে হিরো আলমকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। কিছুক্ষণ পর পুলিশের কঠোর নিরাপত্তায় তাকে সিএমএম আদালতের নয় তলার এজলাসে নেয়া হয়।

হিরো আলমের পক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে শুনানি করেন। বাদীপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি নিয়ে বিচারক ২০০ টাকা মুচলেকায় তার জামিনের আবেদন মঞ্জুর করেন।

এরও আগে, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে ১২ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানা অনুসারেই হিরো আলমকে গ্রেফতার করা হয়।