ওবায়দুল কাদেরের পালক পুত্রের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

হিরু ও তার স্ত্রী ইশরাত জাহানের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ট্যাক্স জালিয়াতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ওবায়দুল কাদেরের সাথে কথিত পালকপুত্র মো: আসাদুজ্জামান হিরু
ওবায়দুল কাদেরের সাথে কথিত পালকপুত্র মো: আসাদুজ্জামান হিরু |ইন্টারনেট

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালকপুত্র মো: আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে চোরাচালান, হুন্ডি ব্যবসা ও শুল্ক ফাঁকিসহ অবৈধ উপার্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো: আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দুদক জানায়, আসাদুজ্জামান হিরু ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ারস লিমিটেডের (এনডিই) পরিচালক এবং গুলশান-১ ডিএনসিসি মার্কেটের সভাপতি।

তিনি প্যারাগন, লন্ডন টাচ, প্যারিস গ্রুপ ও ওয়েস্ট ফিল্ড নামের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।

হিরু ও তার স্ত্রী ইশরাত জাহানের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ট্যাক্স জালিয়াতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

অভিযোগের প্রাথমিক মূল্যায়নে অনুসন্ধানের প্রয়োজনীয়তা দেখা দেয়ায় দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করেছে সংস্থাটি।

টিমের নেতৃত্বে রয়েছেন সহকারী পরিচালক মো: নাছরুল্লাহ হোসাইন এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন উপ-সহকারী পরিচালক মো: আবু তালহা।

দুদক আরো জানায়, হিরুর প্রকৃত বাবার নাম আক্তারুজ্জামান। তার বাড়ি ঢাকার দোহারের উত্তর শিমুলিয়া গ্রামে।

সূত্র : বাসস