সূত্রাপুরে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা : অভিযুক্ত দুই দিনের রিমান্ডে

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ পিয়াস তার দু’ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত |ফাইল ছবি

রাজধানীর সূত্রাপুরে সিটি করপোরেশন মাছ বাজার সমিতির সাবেক সভাপতি আব্দুর রহমানকে (৫৫) গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার অয়ন গাঙ্গলী পলাশের (৪৪) দু’ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

শনিবার (১৩ ডিসেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ পিয়াস তার দু’ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শুক্রবার রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে, গত ১১ ডিসেম্বর দুপুর ১২টার দিকে ঢাকার সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় মাওলা বক্স চক্ষু হাসপাতালের সামনে আব্দুর রহমানকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরের দিন ১২ ডিসেম্বর ভিকটিমের ছেলে শাকিল সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বাসস