প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে

কাস্টমস উপ-কমিশনার আলী রেজার বিচার শুরু

বাদির অনুমতি ব্যতীত আসামি ২০২৪ সালের ১২ আগস্ট মুর্শিদা আক্তারকে বিয়ে করেন এবং তাকে নিয়ে বসবাস শুরু করেন। এ অভিযোগে গত বছরের ১৭ ডিসেম্বর বিবাদীর প্রথম স্ত্রী নুরে হোমায়রা অভি আদালতে মামলা করেন।

আদালত প্রতিবেদক
কাস্টমস উপ-কমিশনার আলী রেজা
কাস্টমস উপ-কমিশনার আলী রেজা |নয়া দিগন্ত

প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিয়ের অপরাধে করা মামলায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার উপ-কমিশনার আলী রেজা হায়দারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট মাসুম মিয়া এ অভিযোগ গঠন করেন। এদিন আসামি পক্ষের আইনজীবী মলয় কুমার কুন্ডু মামলার অভিযোগ গঠনের দায় থেকে আসামির অব্যাহতি চেয়ে আবেদন করেন।

অপরদিকে বাদিপক্ষের আইনজীবী মো: মঞ্জুর আলম, আব্দুল্লাহ আল মুনসুর রিপন ও মো: গাফফার হোসেন অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের এ আদেশ দেন। এ সময় বিচারক আসামিকে দোষী না নির্দোষ জিজ্ঞেস করলে তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন এবং ন্যায় বিচার প্রার্থনা করেন। মামলার সাক্ষীর জন্য ২৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বাদির সাথে আসামির ২০১৪ সালের ২৫ এপ্রিল পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। নুয়াইরাহ নুমা বিনতে রেজা নামে তাদের একটি সাত বছরের কন্যা সন্তান রয়েছে। বর্তমানে সন্তানটি একটি ইংলিশ মিডিয়াম স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ালেখা করে।

অভিযোগ থেকে আরো জানা যায়, বাদির সাথে আসামির প্রায় ১০ বছরের দাম্পত্য জীবন অতিক্রান্ত হলেও বাদিকে আসামি ভরণপোষণ দিত না। ভরণপোষণ চাইলে আসামি বাদির সাথে খারাপ আচরণ শুরু করতো। এমনকি গায়েও হাত তুলতো, অন্যত্র বিয়ে করবে বলে বলতো এবং যৌতুক দাবি করত। তারপরও বাদির অনুমতি ব্যতীত আসামি ২০২৪ সালের ১২ আগস্ট মুর্শিদা আক্তারকে বিয়ে করেন এবং তাকে নিয়ে বসবাস শুরু করেন। এ অভিযোগে গত বছরের ১৭ ডিসেম্বর বিবাদীর প্রথম স্ত্রী নুরে হোমায়রা অভি আদালতে মামলা করেন।