হাদিকে হত্যাচেষ্টা

ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির রিমান্ডে

মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নয়া দিগন্ত অনলাইন
ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী মো: কবির
ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী মো: কবির |ইন্টারনেট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় প্রধান আসামি ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী মো: কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১২ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ২টা ২০ মিনিটে মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজের পর অটোরিকশায় সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে ওসমান হাদিকে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতিকারীরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে। এ ঘটনায় ১৪ ডিসেম্বর (রোববার) পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।