সিএমএম আদালতে সাংবাদিকের ওপর হামলা, এলআরএফের প্রতিবাদ

‘এই ধরনের ঘটনা দেশের স্বাধীন সাংবাদিকতার ওপর চরম আঘাত।’

নয়া দিগন্ত অনলাইন
আদালতে সাংবাদিকের ওপর হামলা (বাঁয়ে) ও ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)
আদালতে সাংবাদিকের ওপর হামলা (বাঁয়ে) ও ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) |সংগৃহীত

আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্ল্যাহ পিয়াসের আদালতে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন শুনানিতে কর্তব্যরত সাংবাদিকের ওপর আইনজীবীদের হামলায় সময় টিভির সাংবাদিক আসিফ হোসাইন সিয়াম আহতের ঘটনায় ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) প্রতিবাদ জানিয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘এই ধরনের ঘটনা দেশের স্বাধীন সাংবাদিকতার ওপর চরম আঘাত।’

এ ব্যাপারে সাংবাদিক সিয়াম জানান, শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক পান্নাকে আদালতে আনা হয়। জামিন শুনানি শুরুর আগে বিচারক আদালত কক্ষ থেকে আইনজীবী ও সাংবাদিক ছাড়া অন্যদের বেরিয়ে যেতে বলেন। এ সময় আইনজীবীরা পত্রিকার একজন সাংবাদিককেও বেরিয়ে যেতে বলেন।

আসিফ হোসেন সিয়াম এই ঘটনার প্রতিবাদ করলে হামলার শিকার হন।