মৌচাকের শপিংমলে ৫০০ ভরি স্বর্ণ চুরি : একজনের দায় স্বীকার, কারাগারে ৩

আসামিদের কাছ থেকে চুরি হওয়া ১৯০ ভরি স্বর্ণ, সামান্য রূপা, একটি মোটরসাইকেল এবং স্বর্ণ বিক্রির নগদ এক লাখ ৭৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
মৌচাকের শপিংমলে স্বর্ণ চুরির ঘটনায় একজনের দায় স্বীকার, কারাগারে তিনজন
মৌচাকের শপিংমলে স্বর্ণ চুরির ঘটনায় একজনের দায় স্বীকার, কারাগারে তিনজন |সংগৃহীত

রাজধানীর মৌচাকের ফরচুন শপিংমলের সম্পা জুয়েলার্সে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় করা মামলায় শাহিন মাতব্বর ওরফে শাহিন (৪৬) দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

অন্যদিকে নুরুল ইসলাম (৩৩), উত্তম চন্দ্র সূর (৪৯) ও অনিতা রায়কে (৩১) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১৭ অক্টোবর) তাদের চারজনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর শাহিন মাতব্বর ওরফে শাহিন স্বেচ্ছায় দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবাববন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যদিকে মামলার সুষ্ঠু তদন্তের জন্য নুরুল ইসলাম, উত্তম চন্দ্র সূর ও অনিতা রায়কে তিন দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

মামলার মূল সিডি না থাকায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসাথে রিমান্ড শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।

এর আগে, গত ৭২ ঘণ্টা টানা অভিযানে বিভিন্ন জেলা থেকে এই চারজনকে গ্রেফতার করে ডিবি। গ্রেফতারের পর তাদের কাছ থেকে চুরি হওয়া ১৯০ ভরি স্বর্ণ, সামান্য রূপা, একটি মোটরসাইকেল এবং স্বর্ণ বিক্রির নগদ এক লাখ ৭৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

ফরচুন মার্কেটের দোতলায় সম্পা জুয়েলার্সে গত ৮ অক্টোবর দিবাগত রাতে ৫০০ ভরি স্বর্ণ ও ৪০ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় রমনা থানায় একটি চুরি মামলার দায়ের করা হয়।