চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণা চলছে।
ঐতিহাসিক এই রায় ঘোষণা জনসাধারণকে সরাসরি দেখানোর উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
আজ সোমবার বেলা ১১টার দিকে টিএসসির পায়রা চত্ত্বরে বড় পর্দায় রায় ঘোষণার কার্যক্রম সম্প্রচার শুরু হয়।
একই সাথে ঢাকার বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় এ বিচারকাজ দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
উল্ল্যেখ্য, চব্বিশের জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা চলছে।
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সৌজন্যে ঐতিহাসিক এই রায় সরাসরি দেখছে বিশ্ববাসী।
সূত্র : বাসস



