সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সরকারি খরচে অসচ্ছল বিচারপ্রার্থীদের ৩ হাজার ৩৪৩টি মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়েছে।
২০০৯ সাল থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) অফিসের মাধ্যমে দেয়া সহায়তা সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
সারাদেশে সরকারি খরচে অসচ্ছল বিচারপ্রার্থীদের ৪ লাখ ৫১ হাজার ৮৮৬ মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়েছে বলে এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ হাজার ৩৪৩টি মামলা, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৪ লাখ ৪৩ হাজার ৯৯৯টি মামলা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৪ হাজার ৫৪৪টি মামলায় আইনগত সহায়তা প্রদান করা হয়েছে।
দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল, সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-‘১৬৬৯৯’), কারাবন্দিদের এই আইনি সেবা প্রদান করা হচ্ছে।
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস স্থাপিত হয় ২০১৫ সালে। তখন থেকে সরকারি খরচে অসচ্ছল বিচারপ্রার্থীদের সেবা প্রদান কার্যক্রম শুরু হয়।
দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এ সেবা দেয়া হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।



