প্লট বরাদ্দে দুর্নীতি : শেখ হাসিনার বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি

প্লট দুর্নীতির তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

নয়া দিগন্ত অনলাইন
শেখ হাসিনা
শেখ হাসিনা |সংগৃহীত

ঢাকার পূর্বাচলে প্লট দুর্নীতির তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। তাদের পলাতক দেখিয়ে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আব্দুল আল মামুন এ আদেশ দিয়েছেন। এর মাধ্যমে এসব মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

২০২৪ সালের ডিসেম্বরে শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দ নেয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পরে চলতি বছরের জানুয়ারিতে প্লট বরাদ্দের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে ছয়টি মামলা করে দুদক। এরপর ২৫ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পে মোট ছয়টি প্লট বরাদ্দ দিয়েছে। সেখানে শেখ হাসিনাসহ ২৮ জনকে পলাতক দেখানো হয়।

২৮ আসামির মধ্যে শেখ হাসিনার বোন শেখ রেহানা, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং দুই মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রয়েছেন।

এসব মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এপ্রিল মাসে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

সূত্র : বিবিসি