আইন সংশোধনসহ শিশু ধর্ষণের বিচারে ট্রাইব্যুনাল গঠন করবে সরকার

সোমবার (১৭ মার্চ) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

নয়া দিগন্ত অনলাইন
গণমাধ্যমকে ব্রিফ করছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল
গণমাধ্যমকে ব্রিফ করছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল |ইউএনবি

শিশু ধর্ষণের মামলা নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আইন প্রণয়নসহ বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

আগামী বৃহস্পতিবার সংশোধিত আইনটির চূড়ান্ত অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার (১৭ মার্চ) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এ তথ্য জানান।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, প্রস্তাবিত পরিবর্তনের সাথে মাগুরার মেয়েটির মামলার কোনো সম্পর্ক নেই, তার মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি