আবারো রিমান্ডে বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত

গত ১৫ সেপ্টেম্বর এ মামলায় এনায়েত করিম চৌধুরীর দু’ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে
বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে |সংগৃহীত

রাজধানীর রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর (৫৫) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

বুধবার (২২ অক্টোবর) কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে, মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদ তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ১৫ সেপ্টেম্বর এ মামলায় এনায়েত করিম চৌধুরীর দু’ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান।

রিমান্ড শেষে ১৭ সেপ্টেম্বর একই মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাহারা ফারজানা হক।

উল্লেখ্য, সন্দেহজনক আচরণের কারণে গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে জননিরাপত্তা বিরোধী কর্মপরিকল্পনার অসংলগ্ন তথ্য দেয়ায়, পর দিন ১৪ সেপ্টেম্বর তার বিরুদ্ধে রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন রমনা থানার এসআই আজিজুল হাকিম।

মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত এনায়েত বিদেশী গোয়েন্দা সংস্থার অ্যাজেন্ট হিসেবে দেশে এসে জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত আছেন, যা বাংলাদেশের আইন অনুসারে গুরুতর ও দণ্ডনীয় অপরাধ। বাসস