বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি সরকারি ট্রেজারিতে জমাকৃত মোট কোর্ট ফি’র পাঁচ শতাংশ বাংলাদেশ বার কাউন্সিলের দাতব্য তহবিলে জমা করার আদেশ দেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে।
গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে সুপ্রিমকোর্ট বার ভবনের প্লাটিনাম রেস্টুরেন্টে অনুষ্ঠিত সমিতির কার্যকরী পরিষদের জরুরি সভা থেকে এই দাবি জানানো হয়।
সমিতির সভাপতি ও বার কাউন্সিলের সদস্য সিনিয়র অ্যাডভোকেট শাহ মো: খসরুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তারা দেশের প্রায় এক লাখ আইনজীবীর জাতীয়ভিত্তিক একমাত্র প্রতিষ্ঠানের সাত দফা দাবি সরকার মেনে না নেয়ায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। উক্ত সাত দফার অন্যতম প্রধান দাবি হলো দাতব্য তহবিলে পাঁচ শতাংশ কোর্ট ফি জমা করা।
বক্তারা অভিযোগ করেন যে বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবীদের দাবি বাস্তবায়নের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন পাঠানো সত্ত্বেও মন্ত্রণালয় কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি।
বক্তারা বলেন, মন্ত্রণালয়ের এরূপ আচরণে সারাদেশের আইনজীবীগণ ক্ষুদ্ধ হয়েছেন এবং এতে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তারা অনতিবিলম্বে জরুরিভিত্তিতে আইনজীবীদের দাবি মেনে নেয়ার জন্য পুনরায় সরকারের কাছে জোর দাবি জানান।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র অ্যাডভোকেট মুনসুর হাবিব, অ্যাডভোকেট সামছুল জালাল চৌধুরী, অ্যাডভোকেট ওয়ালিউর রহমান, অ্যাডভোকেট মিজানুর রহমান, খাজা গোলাম মেহেদি, শাহেদ আলী জিন্নাহ, নাসির উদ্দিন সম্রাট, অ্যাডভোকেট রফিকুল ইসলাম রাজা ও অ্যাডভোকেট শেখ রেজাউল করিম প্রমুখ।



