আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউশন টিমের জন্য একজন বৈশ্বিক অ্যাম্বাসেডর নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) আইসিটির প্রধান প্রসিকিউটরের দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ সাইফ উদ্দীন খালেদকে বৈশ্বিক অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি আইসিটি প্রসিকিউশনের আন্তর্জাতিক মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী আফজাল সামী সৈয়দ আলীকে আইসিটির প্রধান প্রসিকিউটরের বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, দু’জন কর্মকর্তাই এক বছরের জন্য বিনা বেতনে দায়িত্ব পালন করবেন। বাসস



