জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান ড. এম মোশারফ হোসেন ও তার স্ত্রী জান্নাতুল মাওয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দু’টি পৃথক মামলা দায়ের করেছে।
আজ মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মো: আক্তার হোসেন।
দুদক জানায়, ড. মোশারফ তার ২০২২ সালের ২৫ জুলাই দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট চার কোটি ৫২ লাখ ৯৭ হাজার ৬৭৭ টাকার সম্পদের তথ্য প্রদান করেন। যাচাই-বাছাইয়ে একই পরিমাণ সম্পদ পাওয়া গেলেও তার পারিবারিক ব্যয় হিসেবে পাওয়া যায় এক কোটি ১৮ লাখ তিন হাজার আট শ’ টাকা। ফলে মোট সম্পদ ও ব্যয় দাঁড়ায় পাঁচ কোটি ৭১ লাখ এক হাজার ৪৭৭ টাকা। এর বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় চার কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ৪৭৪ টাকা। এতে তার জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়ায় এক কোটি ৩৬ লাখ ৫৩ হাজার তিন টাকা।
অন্যদিকে, তার স্ত্রী জান্নাতুল মাওয়ার নামে অর্জিত সম্পদের পরিমাণ পাওয়া যায় ১৩ কোটি ৬০ লাখ ৮৮ হাজার সাত টাকা। পারিবারিক ব্যয় ২৭ লাখ ৮৫ হাজার ৯২২ টাকা যুক্ত করলে মোট ব্যয়সহ সম্পদ দাঁড়ায় ১৩ কোটি ৮৮ লাখ ৭৩ হাজার ৯২৯ টাকা। এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয় মাত্র ৪৯ লাখ ৭৫ হাজার ৫৫৬ টাকা পাওয়া যায়। ফলে তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৩ কোটি ৩৮ লাখ ৯৮ হাজার ৩৭৩ টাকা।
দুদক বলেছে, ড. মোশারফ হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় একটি মামলা দায়ের করেছে। অন্যদিকে, তার স্ত্রী জান্নাতুল মাওয়া স্বামীর সহযোগিতায় অসাধু উপায়ে উক্ত সম্পদ অর্জন করায় তার বিরুদ্ধে একই ধারায় এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরেকটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
সূত্র : বাসস



