দুদকের মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন নামঞ্জুর

ক্ষমতার অপব্যবহার করে পাঁচ কোটি ৩৭ লাখ এক হাজার ১৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং তা নিজের দখলে রেখেছেন আসাদুজ্জামান নূর।

নয়া দিগন্ত অনলাইন
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর |ইন্টারনেট

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালতে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসাদুজ্জামান নূর ক্ষমতার অপব্যবহার করে পাঁচ কোটি ৩৭ লাখ এক হাজার ১৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং তা নিজের দখলে রেখেছেন। এছাড়া আসাদুজ্জামান নূরের নামে থাকা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৯টি হিসাবে ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।

এই লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ।

এ ঘটনায় গত ৩০ জুলাই ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার উপ-পরিচালক মো: আজিজুল হক তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

সূত্র : বাসস