ঢাকায় নিষিদ্ধ কার্যক্রমে জড়িত ১৩ আওয়ামী নেতাকর্মী গ্রেফতার

অভিযানে অংশ নেয় ডিবির সাইবার, স্পেশাল ক্রাইম, উত্তরা, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, লালবাগ ও গুলশান বিভাগীয় টিম। পৃথক সময়ে ও স্থানে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka City
ঢাকায় নিষিদ্ধ কার্যক্রমে জড়িত ১৩ আওয়ামী নেতাকর্মী গ্রেফতার
ঢাকায় নিষিদ্ধ কার্যক্রমে জড়িত ১৩ আওয়ামী নেতাকর্মী গ্রেফতার |সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদের মধ্যে রয়েছেন ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ মঞ্চ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

ডিবি সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানীর বাড্ডা, মতিঝিল, যাত্রাবাড়ী, বনশ্রী, ধানমন্ডি, রমনা, রসুলবাগ, মুগদা ও রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার নেতাকর্মীরা হলেন- খিলক্ষেত থানা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী আইনুল আসিফ (২৬), বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নিছার আলী (৫৫), সূত্রাপুর থানা মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আমিনুল হক ফয়সাল (৪৫), ছাত্রলীগের সক্রিয় কর্মী মো: আকাশ (২৫), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো: মুরসালিন তালুকদার (৩৪), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো: রিপন (৩৮), আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য মুহম্মদ আনিসুর রহমান (৫৭), আমতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো: মাহবুবুল ইসলাম (৩৪),

আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও উপজেলা আওয়ামী লীগ সদস্য নুসরাত জাহান লিমা (৪৬), মুক্তিযুদ্ধ মঞ্চ সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় এএফ রহমান হল ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এএসএম আল সনেট (৩৬), লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: বেলাল হোসেন তুহিন (২৯), মানিকগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো: আরশেদ আলী বিশ্বাস (৫৭), তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অভিমুন্য বিশ্বাস অভি (৩৫)।

ডিবি জানায়, অভিযানে অংশ নেয় ডিবির সাইবার, স্পেশাল ক্রাইম, উত্তরা, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, লালবাগ ও গুলশান বিভাগীয় টিম। পৃথক সময়ে ও স্থানে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়। এএসএম আল সনেটকে রমনা থানার বেইলি রোড এলাকা থেকে, মুহম্মদ আনিসুর রহমানকে ধানমন্ডি এলাকা থেকে, মাহবুবুল ইসলাম ও নুসরাত জাহান লিমাকে বনশ্রী এলাকা থেকে গ্রেফতার করা হয়।