সামিট গ্রুপের আজিজ খান ও তার পরিবারের সদস্যসহ ১৬ জনকে দুদকে তলব

নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদান না করলে অভিযোগ সংক্রান্ত বিষয়ে তার কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
দুদক
দুদক |ইন্টারনেট

দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং মানিলন্ডারিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধানে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, তার পরিবারের সদস্যসহ ১৬ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো: আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানকে আগামী ২৯ জানুয়ারি সকালে দুদকে তার বক্তব্য প্রদানের জন্য ডাকা হয়েছে। একই সাথে তার পরিবারের সদস্যসহ গ্রুপ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের দায়ী ব্যক্তিদের দুদকে তাদের বক্তব্য দেয়ার জন্য চিঠি দেয়া হয়েছে।

নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদান না করলে অভিযোগ সংক্রান্ত বিষয়ে তার কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

সূত্র : বাসস