সাভারে ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল গ্রেফতার

গত ১৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় বিরুলিয়া ইউনিয়নের বেগুনবাড়ি স্কুলের বিপরীত পাশে এক ছাত্রকে প্রাইভেট পড়িয়ে বাসায় ফেরার পথে ওই ছাত্রীকে বাসায় পৌঁছে দেয়ার কথা বলে সোহেল রোজারিও ও তার দুই সহযোগী বিপ্লব ও মিঠুন কমলাপুরের গোয়ালপাড়ার একটি টিনসেড আধাপাকা বাড়িতে নিয়ে যান।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
Sohel, the main accused in the Savar student rape case, was arrested.
Sohel, the main accused in the Savar student rape case, was arrested. |নয়া দিগন্ত

ঢাকার সাভারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সোহেল রোজারিও (৩৭)-কে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ সোমবার সকালে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, রোববার রাতে গাজীপুরের কালীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

জালাল উদ্দিন জানান, মামলার পর থেকেই অভিযুক্ত সোহেলকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারের পর তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে এবং পরে থানায় হস্তান্তর করা হবে।

সোহেল রোজারিও সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুরের গোয়ালপাড়া এলাকার সন্তোষ রোজারিও ছেলে বলে জানা গেছে।

অন্যদিকে মামলার দ্বিতীয় আসামি বিপ্লব রোজারিও ওরফে তিলক (৪০) এখনো পলাতক রয়েছেন। এর আগে তৃতীয় আসামি মিঠুন বিশ্বাসকে (৩৫) সাভার মডেল থানা পুলিশ গত শনিবার গভীর রাতে রাজধানীর তেজগাঁও থানার তেঁজকুনি পাড়া এলাকা থেকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় বিরুলিয়া ইউনিয়নের বেগুনবাড়ি স্কুলের বিপরীত পাশে এক ছাত্রকে প্রাইভেট পড়িয়ে বাসায় ফেরার পথে ওই ছাত্রীকে বাসায় পৌঁছে দেয়ার কথা বলে সোহেল রোজারিও ও তার দুই সহযোগী বিপ্লব ও মিঠুন কমলাপুরের গোয়ালপাড়ার একটি টিনসেড আধাপাকা বাড়িতে নিয়ে যান। সেখানে সন্ধ্যা ৭টার দিকে তাকে গণধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগী ছাত্রী নিজেই থানায় মামলা দায়ের করেন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।