চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশী কোম্পানির হাতে ছেড়ে দেয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের রায় আগামী ৪ ডিসেম্বর ঘোষণা করা হবে।
আজ মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এই দিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এখন দেশী কোম্পানিটির সাথে চুক্তির প্রক্রিয়া এগিয়ে নিতে চান তারা।
এর মধ্যেই চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদনটি করেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন।
রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ৩০ জুলাই রুল দেন হাইকোর্ট।
এরপর বেশ কয়েক দফায় শুনানি শেষে আগামী ৪ ডিসেম্বর ওই রিট আবেদনের রায় ঘোষণার দিন ধার্য করা হলো।



