এস আলম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ৪৩১ শতক জমি জব্দ

ঢাকার আদালত এস আলম গ্রুপের সাইফুল আলম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৪৩১ শতক জমি জব্দের আদেশ দিয়েছে, দুর্নীতি ও মানিলন্ডারিং তদন্তের অংশ হিসেবে।

নয়া দিগন্ত অনলাইন
এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম
এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম |সংগৃহীত

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৪৩১ শতক জমি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো: সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ এ তথ্য জানান।

আবেদনে বলা হয়েছে, সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা এবং সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং সংগঠনের অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য টিম লিডার করে একটি যৌথ অনুসন্ধান ও তদন্ত টিম গঠন করা হয়েছে। সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিগণ বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।

অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি ও তার পরিবারের সদস্যরা স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে উক্ত টাকা উদ্ধারকরণ দুরুহ হয়ে পড়বে। তাই সাইফুল আলম ও তার পরিবাবের সদস্যবৃন্দসহ তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির স্বার্থসংশ্লিষ্টদের স্থাবর সম্পদসমূহ জরুরি ভিত্তিতে ক্রোক করা প্রয়োজন।

সূত্র : বাসস