বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়ায় বিপ্লব মন্ডল নামে এক আন্দোলনকারীকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মাদ সাইফুল ইসলামসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গ্রেফতারি পরোয়ানাভুক্ত সকল আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আশুলিয়া থানার নেতা-কর্মী। গত ২১ অক্টোবর ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ মামলার চার্জশিট আমলে নিয়ে তাদের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
আজ মঙ্গলবার আশুলিয়া থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক বিশ্বজিৎ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারি পরোয়ানাভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আশুলিয়া ইউনিয়নের সভাপতি শামীম আহম্মেদ সুমন ভূইয়া ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন মোল্লা প্রমুখ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আশুলিয়া থানাধীন বাইপাস মোড়ে পাকা রাস্তার উপর ভিকটিম বিপ্লব মন্ডল (৩৩) আন্দোলনে যোগ দেন।
এসময় আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ ও বহিরাগত অজ্ঞাতনামা আসামিরা অস্ত্রশস্ত্র, দা, লাঠিসহ হামলা করে এবং যাকে পায় তাকেই মারপিট ও গুলি বর্ষণ করে। বিপ্লব মন্ডল আন্দোলনকারীদের সাথে দৌড়ে ছোটাছুটি করার একপর্যায়ে হামলাকারীদের গুলি তার ঘাড়ে লেগে শ্বাসনালী ছিঁড়ে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-যোদ্ধারা তাকে দ্রুত উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় একই বছরের ৩১ আগস্ট নিহত বিপ্লব মন্ডলের বোন মোসাম্মত মেমী (৩৭) আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে চলতি বছরের ২৭ আগস্ট ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ৪৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলার এসআই ইমরান আহম্মেদ। চার্জশিটভুক্ত ৪৫ আসামির মধ্যে ১৩ জন বিভিন্ন সময়ে গ্রেফতার হয়ে কারাগার আটক রয়েছে।
সাইফুল ইসলামসহ ৩২ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গত ২১ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
সূত্র : বাসস



