ফারইস্টের সাবেক পরিচালক খালেক ৩ দিনের রিমান্ডে

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: সাব্বির ফয়েজের আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা মহানগর দায়রা জজ আদালত
ঢাকা মহানগর দায়রা জজ আদালত |সংগৃহীত

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় কোম্পানিটির সাবেক পরিচালক এম এ খালেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১০ নভেম্বর) তাকে কারাগার থেকে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: সাব্বির ফয়েজের আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মশিউর রহমান। শুনানি শেষে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, এম এ খালেক ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে থাকাকালে মামলার অন্য আসামিদের সাথে পরস্পর যোগসাজশে রাজধানীর তোপখানা রোডের জমি কেনার ক্ষেত্রে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নেন। এর মাধ্যমে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ৪৫ কোটি টাকা আত্মসাৎ করেন।

এক্ষেত্রে ৪৫ কোটি টাকার মধ্যে বিক্রেতাদের যোগসাজশে ১০ কোটি টাকা ওয়ান ব্যাংক লিমিটেডের মতিঝিল শাখায় প্রেরণপূর্বক গ্রহণ করে আত্মসাৎ করেন। অন্যদিকে ২০১৫ সালের ২৪ মার্চ বিক্রেতা মো: আজহার খানের থেকে নিজ নামে পাঁচ কোটি টাকা ও তার স্ত্রী সাবিহা খালেকের নামে দু’ কোটি ৬২ লাখ টাকা এবং মেয়ে সারওয়াত সিমিন খালেদের নামে সাত কোটি সাড়ে ৮৭ লাখ টাকা দুর্নীতির মাধ্যমে গ্রহণ করে আত্মসাৎ করেছেন। বাসস