জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
আজ বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হলো।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সূচনা বক্তব্য উপস্থাপন করেন। আগামীকাল এ মামলার প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হবে।
তাজুল ইসলাম জানান, সূচনা বক্তব্যে তিনি এই বিচারের পটভূমি, জুলাই বিপ্লবের পটভূমি ট্রাইব্যুনালে তুলে ধরেছেন।
পরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই বিচার শুধুমাত্র একটা বিচারই নয় বরং এই রাষ্ট্র ও জাতিকে আগামী দিনে একটা দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানোর জন্য, সমাজে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য এই বিচারটা যে প্রয়োজন, সেই কথাগুলো আমরা আদালতে তুলে ধরেছি।’
এই মামলায় মোট ৩০ আসামির মধ্যে ছয়জন গ্রেফতার রয়েছে। আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।
গ্রেফতারকৃত আসামিরা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ।