শিক্ষাঙ্গন
ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার
বহিরাগতদের শাস্তি দেয়ার ভিডিও নিয়ে বিতর্কের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি ক্যাম্পাস নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে নিজের পদ্ধতি ভুল ছিল স্বীকার করে দায়িত্ব চালিয়ে যাওয়ার অক্ষমতার কথা জানান।
রাবির অর্ধশতাধিক নবীন শিক্ষকদের নিয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ইসমাঈল হোসেন সিরাজী ভবনের আইকিউএসি কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
‘এ’ ইউনিটের মাধ্যমে হাবিপ্রবির ভর্তি পরীক্ষা শুরু আজ
সোমবার সকাল সাড়ে ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। মোট তিন শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হবে।
রুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ভর্তি শুরুর তারিখ ঘোষণা
গ্রুপ (ক)-তে মেধাক্রম ১ থেকে ১ হাজার ২০০ এবং গ্রুপ (খ) (স্থাপত্য)-তে মেধাক্রম ১ থেকে ৩০ পর্যন্ত শিক্ষার্থীদের ১৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে।
নানা আয়োজনে যবিপ্রবির ২০তম জন্মদিন পালিত
সকাল সাড়ে ১০টায় প্রধান ফটক থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা, বেলুন উড়ানো ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন যবিপ্রবির ভিসি।
জুলাইয়ে তোমরা যে পরিবর্তন এনেছো, তা এক কথায় ‘ওয়ান্ডারফুল’
‘এতদিন আপনারা বাবা-মায়ের তত্ত্বাবধানে ছিলেন, এখন এসেছেন বিশ্ববিদ্যালয়ের মুক্ত জীবনে। বিশ্ববিদ্যালয়ের এই মুক্ত জীবনে আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। সর্বত্র মনে রাখতে হবে আমাদের ভালো মানুষ হতে হবে এবং দৈনিক কোনো না কোনো ভালো কাজ করব। মানুষকে উপকার না করতে পারলেও যেন কোনো ক্ষতি না করি এটা সবসময় মনে রাখতে হবে।’













