অপরাধ
৬৭৮ কোটি টাকা মানিলন্ডারিং ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিকের বিরুদ্ধে সিআইডির মামলা
ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে ৬৭৮ কোটি টাকার মানিলন্ডারিং মামলায় সিআইডির অভিযোগ, চোরাচালানে স্বর্ণ-হীরা এনে অর্থ পাচার।
সৌদি নাগরিকের বিচারের দাবিতে ঢাকায় অবস্থান কর্মসূচি
‘মানুষের কাছে দেয়া কথা রাখতে গিয়ে নিজের সব হারিয়েছি। এখন বাঁচার উপায় নেই, দাবি-সরকার আমাকে সাহায্য করুক।’
পল্লবীতে দোকানে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা
‘গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন। তবে কে বা কারা গুলি করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
মোহাম্মদপুরে ৬ পেট্রোল বোমাসহ নাশকতাকারী গ্রেফতার
গ্রেফতারকৃত ফেরদৌসের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি ভোলার দুলারহাট এলাকার ওমর আলীর ছেলে এবং বর্তমানে মোহাম্মদপুর এলাকায় বসবাস করছেন।
নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণে পথচারী আহত
তার ধারণা, ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়া ফ্লাইওভারের ওপর থেকে ককটেলটি ছুড়ে মারা হয়েছে।
ব্ল্যাকমেইল করে ১০ লাখ টাকা আদায়ের পরিকল্পনা থেকে হত্যা : র্যাব
জরেজ হাতুড়ি দিয়ে আশরাফুলকে এলোপাথাড়ি আঘাত করতে থাকেন। এসময় শামীমা তাকে বলতে থাকেন কেন তিনি আশরাফুলকে মারছেন এবং তিনি বাধা দেন। এতে জরেজ তাকেও মারধর করতে থাকেন। এক পর্যায়ে অতিরিক্ত আঘাত এবং মুখ কসটেপ দিয়ে আটকানো থাকায় শ্বাস না নিতে পারায় ঘটনাস্থলেই আশরাফুল মারা যান।













