বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ট্র্যাইব্যুনাল রায় যা-ই দিক, তা কার্যকর হবে।’ দেশে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন ফ্রি, ফেয়ার ও উৎসবমুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।’
দেশে এখন সবাই নির্বাচনমুখি জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
এছাড়া, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো নয়, খারাপও নয় মন্তব্য করে ‘মোটামুটি সন্তোষজনক’ পরিস্থিতি বলে দাবি করেন তিনি।
বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো: মনজুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলামসহ আইনশৃংখলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।



