৮ কুকুরছানা হত্যা : সেই নিশি আক্তারের জামিন

এর আগে, গত বুধবার বিকেলে তার জামিন আবেদন নামঞ্জুর করে তার দুই বছর বয়সী সন্তানসহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Pabna
প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ কোয়ার্টারের ভেতরে বস্তাবন্দী করে আট কুকুরছানা হত্যার ঘটনায় করা মামলায় কারাগারে থাকা নিশি আক্তারকে জামিন দিয়েছে আদালত।

রোববার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা আমলি-২-এর ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এ আদেশ দিয়েছে।

পাঁচ হাজার টাকার বন্ডে তার জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত।

এর আগে, গত বুধবার বিকেলে তার জামিন আবেদন নামঞ্জুর করে তার দুই বছর বয়সী সন্তানসহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

ওই সপ্তাহেই রোববার উপজেলা পরিষদ কোয়ার্টারে তার বাসার সামনে থাকা আট কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে দেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

পরে উপজেলা প্রশাসন মা কুকুরের আর্তনাদে পুকুরে তল্লাশি চালিয়ে বস্তা উদ্ধার করলে কুকুরছানাদের মৃত অবস্থায় পাওয়া যায়।

এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে গত সপ্তাহে ব্যাপক তোলপাড় শুরু হয়।