সম্প্রতি নগরকান্দায় হিন্দু যুবক দ্বারা পবিত্র কাবা শরীফের ছবি পদদলিত করে অবমাননা কারার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। ইমান আকিদা সংরক্ষণ কমিটির উদ্যোগে উপজেলার গোড়াইল নতুন বাজার সংলগ্ন ময়দানে দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতা উপস্থিতি হয়ে সমাবেশ সফল করেন।
রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সমাবেশ চলে।
সাকপালদিয়া মাদরাসার পরিচালক মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের শাহ আকরাম আলী ধলা হুজুর, মাওলানা জামাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির মাওলানা সোহরাব হোসেন মাস্টার, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মোস্তাফিজুর রহমান, মুফতি ফরিদ উদ্দিন মাসুদ, মাওরানা আকরাম আলী সাহেব, হাফেজ মিজবা উদ্দিন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মুফতি জসিম উদ্দিন ও মাওলানা হাসমত উল্রাহ।
এছাড়া হিন্দু সম্প্রদায় থেকে বিচার চেয়ে প্রতিবাদ জানান বিপ্লব মাস্টার।
বক্তারা ওই হিন্দু যুবকের বিচার দাবি করাসহ ৬ দফা দাবি বাস্তবায়ন করতে সরকারের কাছে আহ্বান জানান।



