আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
তিনি বলেন, ‘নির্ধারিত সময় ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের একমাত্র শঙ্কা জুলাই চার্টার নিয়ে। আগামী শুক্রবার চার্টার স্বাক্ষরের কথা রয়েছে। আমরা বৃহস্পতিবার রাতে ঢাকায় যাচ্ছি, যেন শঙ্কাহীন পরিবেশে স্বাক্ষর সম্পন্ন হয়, সে লক্ষ্যে সবাই কাজ করছি।’
আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটের মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ) ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে শিশির মনির বলেন, ‘এই মামলার বিচার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ ও দ্রুতগতির। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক প্রায় শেষের দিকে। এরপর আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে দ্রুতই রায় ঘোষণা হবে। রাষ্ট্রপক্ষ যে প্রমাণ উপস্থাপন করেছে, তা বাংলাদেশের কোনো ক্রিমিনাল মামলায় এত শক্তিশালীভাবে আগে দেখা যায়নি।’
তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন চিন্তাধারার মানুষ প্রয়োজন- যারা নিজে জানবে, অন্যদের পথ দেখাবে এবং সেই পথেই চলবে।’
৫ আগস্টের পর থেকে মানুষের মধ্যে ভিন্নধর্মী সচেতনতা সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন মানুষ প্রতিশ্রুতিতে নয়, বাস্তবায়নে বিশ্বাস করে। এজন্য আমি বলেছি, তারা যেন নিজেদের তৈরি করে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে প্রস্তুত হয়। শুধু মুখে বললে হবে না, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। যারা তা পারবে, জনগণ তারাই গ্রহণ করবে। ডাকসু, জাকসু এবং আশা করি রাকসুও এর উদাহরণ হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের বিজয় প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাত্রশিবির যাদের মনোনয়ন দিয়েছে, তারা ভালো ছাত্র, চরিত্রবান এবং ভদ্র আচরণের। নতুন প্রজন্ম ‘বসগিরি’ রাজনীতি চায় না, তারা এমন বন্ধুকে চায়, যার কাছে নিজের সুখ-দুঃখ বলা যায়, যার কাছ থেকে শেখা যায়। শিবির শিক্ষার্থীদের এই মনোভাব বুঝতে পেরেছে, তাই তারা ভূমিধস বিজয় পেয়েছে।’



