দুর্ঘটনা
উত্তরায় ভবনে আগুন, মৃত্যু ৩
উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনের দ্বিতীয় তলায় আগুনে তিনজনের মৃত্যু হয়েছে, আহত ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে; আগুনের কারণ ও হতাহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
যাত্রাবাড়ীতে দুর্ঘটনায় নিহত ১
গুরুতর আহত অবস্থায় সাগর হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকালে মৃত ঘোষণা করেন।
উত্তরাসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
গ্যাসের লাইন শাটডাউন করায় উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
শ্যামপুরে দ্রুতগামী গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত
রাজধানীর শ্যামপুরে জুরাইন বালুর মাঠ এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় ভ্যানচালক মোহাম্মদ ইব্রাহিম (৪০) নিহত হয়েছেন; তার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
খিলক্ষেতে ট্রেনে ধাক্কা লাগায় মোহাম্মদ টুটুল (২৩) গুরুতর আহত হন এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়।
গুলিস্তানে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত
শনিবার দুপুর ১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠায়।













