স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আবারো ‘এল ক্লাসিকো।’ এই নিয়ে টানা চার আসরে ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ফলে মাঠে গড়ানোর আগেই ছড়াতে শুরু করেছে উত্তেজনা।
বৃহস্পতিবার জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে সেমিফাইনালে দেখা মেলে মাদ্রিদ ডার্বির। যেখানে ২-১ গোলে আতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ।
আগামী রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনাল দিয়ে মাঠে গড়াবে বছরের প্রথম এল ক্লাসিকো। যেখানে রিয়াল থাকবে ১৪তম ট্রফি জয়ের মিশনে। আর রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন বার্সা চাইবে সংখ্যাটা আরো বাড়িয়ে নেয়ার।
বৃহস্পতিবার ম্যাচের শুরুতেই, মাত্র দুই মিনিটে ফেদে ভালভার্দের দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে যায় রিয়াল। আতলেতিকোর দেয়াল ভেদ করে বলটি সোজা জালে ঢুকে যায়, গোলরক্ষক ওবলাকের কিছু করার ছিলো না।
গোল আদায়ের পর রিয়াল কিছুটা রক্ষণাত্মক হয়ে যায়। তবে সুযোগ মতো পাল্টা আক্রমণও চালাতে থাকে। বিপরীতে প্রথমার্ধে আতলেতিকো সমতায় ফেরার বেশ কয়েকটি সুযোগ পেলেও থিবো কোর্তোয়া সফল হতে দেননি।
আলেক্সান্ডার সরলথের হেড ও হুলিয়ান আলভারেজের শট ঠেকিয়ে দেন বেলজিয়ান গোলরক্ষক। আটকে দেন আরো কয়েকটি আক্রমণ। তাতে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।
অন্যদিকে ৫৫তম মিনিটে রদ্রিগো ব্যবধান দ্বিগুণ করেন। আতলেতিকোর রক্ষণভাগের মাঝখান দিয়ে দারুণভাবে ঢুকে পড়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এটি ছিল তার শেষ পাঁচ ম্যাচে তৃতীয় গোল।
৫৮তম মিনিটে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় আতলেতিকো। দলটির কোচ দিয়েগো সিমেওনের ছেলে জুলিয়ানো সিমেওনের ক্রসে কাছ থেকে হেডে ব্যবধান কমান সরলথ।
এদিকে ৮১তম মিনিটে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের ডাগআউটে দিকে তেড়ে যান ভিনিসিউস জুনিয়র। উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দলের ডাগআউটে। এমনকি আতলেতিকো কোচ সিমেওনেকে হলুদ কার্ডও দেখান রেফারি।
শেষ দিকে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে আতলেতিকো। তবে প্রত্যাশিত গোল আর পায়নি দলটা। ফলে শেষ পর্যন্ত হাসিমুখেই মাঠ ছাড়ে রিয়াল।



