বাংলাদেশ ফুটবলে প্রবাসীদের আগমনের ঢেউ পড়েছে। হামজা চৌধুরী আসার পর বিশ্বের আনাচে-কানাচে থেকে লাল-সবুজের জার্সি গায়ে চাপানোর আগ্রহ প্রকাশ করছেন অনেক প্রবাসী ফুটবলাররা।
এবার এই তালিকায় যোগ হয়েছেন দুই ভাই যুক্তরাষ্ট্রের রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। জুন উইন্ডোতে বাফুফের ক্যাম্পে যোগ দেবেন বাংলাদেশী বংশোদ্ভূত এই দুই ফুটবলার।
সোমবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।
সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচের আগে একটি প্রীতি ম্যাচ খেলার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ। ঘোষণা হয়েছিল কম্বোডিয়া বা পূর্ব তিমুরের বিপক্ষে খেলবে দল।
তবে শেষ পর্যন্ত ওই দুই দেশের কোনোটাই হচ্ছে না প্রীতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ। হামজাদের প্রীতি ম্যাচের প্রতিপক্ষ হতে যাচ্ছে ভিয়েতনাম। এই ম্যাচেই দেখা যেতে পারে সুলিভান ব্রাদার্সদের।
উল্লেখ্য, তরুণ উইঙ্গার রোনান সুলিভান ফিলাডেলফিয়া ইউনিয়নে খেলছেন। অপরদিকে, একই ক্লাবে তার ভাই ডেকলান সুলিভান খেলেন। ডেকলান মূলত একজন ডিফেন্ডার।



