ব্যাট হাতে জ্বলে উঠেও দলকে শিরোপা জেতাতে পারলেন না সাকিব

আইএল টি-টোয়েন্টির ফাইনালে সাকিব ব্যাট হাতে সর্বোচ্চ রান করলেও এমআই এমিরেটস ডেজার্ট ভাইপার্সের কাছে ৪৬ রানে হেরে শিরোপা জিততে পারেনি। স্যাম কারানের ৭৪ রানের ইনিংসে ১৮২ রান তুলে ভাইপার্স শিরোপা নিশ্চিত করে।

নয়া দিগন্ত অনলাইন
আইএল টি-টোয়েন্টির ফাইনালে সাকিবের এমআই এমিরেটসকে হারাল ডেজার্ট ভাইপার্স
আইএল টি-টোয়েন্টির ফাইনালে সাকিবের এমআই এমিরেটসকে হারাল ডেজার্ট ভাইপার্স |সংগৃহীত

দলকে ফাইনালে উঠানোর নায়ক ছিলেন সাকিব আল হাসান। ছিলেন দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচ সেরা। তবে ফাইনালে আর দলকে জেতাতে পারলেন না। নিজে রান পেলেও শিরোপা হয়েছে হাতছাড়া।

দুবাইয়ে রোববার আইএল টি-টোয়েন্টির ফাইনালে ডেজার্ট ভাইপার্সের কাছে ৪৬ রানে হেরেছে সাকিবের এমআই এমিরেটস। ১৮২ রান রান তাড়া করতে নেমে ১৮.৩ ওভারে ১৩৬ রানে গুটিয়ে যায় এমিরেটস।

প্রথম কোয়ালিফায়ারে এই রেজার্ট ভাইপার্সের কাছেই হেরেছিল এমিরেটস। পরে আবুধাবি নাইট রাইডার্সকে হারিয়ে ফাইনালে ওঠলেও, আবারো ভাইপার্সের কাছে হেরে বসেছে তারা।

ফল বিপরীতে গেলেও ব্যাট হাতে রানের দেখা পান সাকিব আল হাসান। ছিলেন দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক। ২৭ বলে তিন চারে ৩৬ রান করেন তিনি। এছাড়া ২৮ বলে ২৮ রান করেন কাইরন পোলার্ড।

ইনিংস উদ্বোধন করতে নেমে ১৩ বলে ২৬ রান করেছিলেন মোহাম্মদ ওয়াসিম। এমিরেটসের হয়ে আর কেউ তেমন রান পাননি। ফলে বড় ব্যবধানে হেরে গেছে দল। নাসিম শাহ ও ডেভিড পেইন নেন ৩টি করে উইকেট।

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় এমিরেটস। প্রথম ওভারেই বোলিংয়ে আসেন সাকিব আল হাসান। উইকেটশূন্য ওভারে ১০ রান খরচ করেন তিনি। তবে এরপর সাকিবকে আর বোলিংয়ে আনেননি পোলার্ড।

সাকিব না এলেও ৪ উইকেটে ১৮২ রান করে ফেলে ভাইপার্স। ফখর জামান ১৫ বলে ২০ রানে আউট হন। তবে তিনে নামা ম্যাচ হোল্ডেন ৩২ বলে ৪১ ও ডেন লরেন্স ১৫ বলে করেন ২৩ রান।

তবে সবচেয়ে বড় কাজটা করেন স্যাম কারান। ৮ চার ও ২ ছক্কায় ৫১ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেন এই ইংলিশ তারকা। তাতেই বড় পুঁজি পায় ভাইপার্স। ফজল হক ফারুকি নেন ২ উইকেট।