বিগব্যাশে রিশাদ ম্যাজিক, এবার নিলেন ৩ উইকেট

শুক্রবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৪ ওভার হাত ঘুরিয়ে ২৬ রান খরচায় নিজের ঝুলিতে পুরেছেন ৩ উইকেট। তার দল হোবার্ট হারিকেন্সও জিতেছে ৩৭ রানের বড় ব্যবধানে।

নয়া দিগন্ত অনলাইন
রিশাদ হোসেন
রিশাদ হোসেন |সংগৃহীত

অস্ট্রেলিয়ায় সময়টা বেশ ভালোই যাচ্ছে রিশাদ হোসেনের। বিগব্যাশে দারুণ ছন্দে আছেন তিনি। কিন্তু সবশেষ দুই ম্যাচে অবশ্য উইকেটশূন্য ছিলেন রিশাদ। তবে আজ বল হাতে দ্যুতি ছড়িয়েছেন তিনি।

শুক্রবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৪ ওভার হাত ঘুরিয়ে ২৬ রান খরচায় নিজের ঝুলিতে পুরেছেন ৩ উইকেট। তার দল হোবার্ট হারিকেন্সও জিতেছে ৩৭ রানের বড় ব্যবধানে।

শুরুতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৮ রান করে রিশাদের দল। এরপর অ্যাডিলেডকে ১৪১ রানেই থামিয়ে দেয় হারিকেন্স। ২ ওভারে ৭ রান দিয়ে ২ উইকেট নেয়া নাথান এলিস হন ম্যাচসেরা।

এদিন পাওয়ার প্লে’র শেষ ওভারে রিশাদের হাতে বল তুলে দেন হারিকেন্সের অধিনায়ক নাথান এলিস। ২১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে তখন অ্যাডিলেড। সেই ওভারের শেষ বলে উইকেট তুলে নেন রিশাদ।

হ্যারি মানেনেত্তিকে নিখিল চৌধুরির ক্যাচ বানান ২৩ বছর বয়সী স্পিনার। যদিও সেই ওভারে ১০ রান দেন রিশাদ। তবে নবম এভারে দ্বিতীয়বার বল করতে এসেই আবার আঘাত করেন তিনি।

প্রথম বলেই জেমি ওভার্টনকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন রিশাদ। সেই ওভার থেকেও আসে ১১ রান। ৫৯ রানেই ৬ উইকেট হারিয়ে ১০০ রানের আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় তখন অ্যাডিলেড।

তবে নিজের শেষ দুই ওভারে বেশ কিপটে ছিলেন রিশাদ। তৃতীয় ওভারে তিন রান দেওয়ার পর শেষ ওভারে মাত্র দুই রান দিয়ে লুক উডকে আউট করেন তিনি। যা বিগ ব্যাশে তার ১১তম উইকেট।

শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৪১ রানে অ্যাডিলেডকে আটকে দেয় রিশাদের দল। এর আগে সসম্মিলিত প্রচেষ্টায় ৬ উইকেটে ১৭৮ রান করে হোবার্ট। মিচেল ওয়েন ৯ বলে করেন ৩৩ রান। ২৯ রান করেন রেহান আহমেদ।

এদিকে এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে নিজেদের স্থান আরো পোক্ত করল হবার্ট হারিকেন্স। ৮ ম্যাচে ছয় জয় নিয়ে ১২ পয়েন্ট অর্জন তাদের। আগামী রোববার হারিকেন্সের প্রতিপক্ষ সিডনি সিক্সার্স।