গতকাল সন্ধ্যার পর থেকে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠে দেশের ক্রিকেটপাড়া। এরপরই আসে ক্রিকেটারদের কঠিন সিদ্ধান্ত। দাবি মেনে বিসিবি পরিচালক নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বন্ধের হুমকিও দেন তারা।
এরপর নড়েচড়ে বসে ক্রিকেট বোর্ড। বিপিএল চলাকালীন ক্রিকেটারদের এমন কড়া সিদ্ধান্ত ভয় পাইয়ে দেয় তাদের। এমন পরিস্থিতিতে বুধবার মধ্যরাতে ক্রিকেটারদের সাথে জরুরি সভায় বসে বিসিবি।
বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু ও কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন এই মিটিংয়ের লম্বা সময় কথা হয়। তবে বিসিবি থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এই প্রসঙ্গে কিছু জানা যায়নি।
জানা গেছে, বিসিবি থেকে দেয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস। বলা হয়েছে পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছে বিসিবি। অন্যদিকে দাবিতে অনড় আছেন ক্রিকেটাররা।
তবে সব কিছু স্বাভাবিক করতে বেশি সময় নেই বিসিবির হাতে। দুপুর ১টায় মাঠে গড়াবে বিপিএলের ঢাকা পর্ব। মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। সমস্যা দ্রুত নিরসন করতে না পারলে তাই হুমকির মুখে পড়ে যাবে বিপিএল।
উল্লেখ্য, গতরাতে হঠাৎ বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে পদত্যাগের আলটিমেটাম দেন ক্রিকেটাররা। অন্যথায় সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেন তারা।
বুধবাত রাতে জুমে আয়োজিত সংবাদ সম্মেলনে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, ক্রিকেটারদের নিয়ে নাজমুলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।



