মোস্তাফিজের মতো পরিণতি ভোগ করতে হতে পারে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জেসন হোল্ডারকে। ভারতের বিপক্ষে মুখ খুলে তোপের মুখে পড়েছেন তিনি। অনিশ্চয়তায় পড়ে গেছে তার আইপিএল খেলা।
ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের প্রভাব অনেক আগেই ছুঁয়েছে ক্রিকেটকে। দু’ দেশ এখন আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। এমনকি সব শেষ এশিয়া কাপে দুই দল মুখোমুখি হলেও হাত মেলায়নি খেলোয়াররা। শুধু তাই নয়, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভির থেকে চ্যাম্পিয়ন ট্রফিও গ্রহণ করেনি ভারত। যা অন্য অনেকের মতোই ভালো লাগেনি সাবেক ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডারের।
এশিয়া কাপ জয়ের পর ভারতীয় দলের ট্রফি গ্রহণ না করাকে ‘মাত্রাতিরিক্ত’ বলে অবিহিত করেছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার। আর তাতেই ভারতীয়দের তোপের মুখে পড়েছেন তিনি, দাবি উঠেছে তাকে বয়কটের।
সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘গেম উইথ গ্রেস’-এ কথা বলতে গিয়ে জেসন হোল্ডার বলেছেন, ‘ক্রিকেটাররা বিশ্বদূত। আমরা যদি বিশ্ব শান্তির কথা বলি, তাহলে আমাদের আইডলদের কাছ থেকে এমন আচরণ দেখতে চাই না।’
ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় বৈরিতা নিয়ে প্রশ্ন তুলে হোল্ডার বলেন, ‘ভারত ও পাকিস্তান দুইটাই শক্তিধর। তারা যদি মাঠে ঐক্য দেখাতে পারে, তাহলে ক্রিকেটের বাইরেও বড় বার্তা যাবে। হাত মেলানো, পারস্পরিক সম্মানের মতো ছোট প্রতীকী উদ্যোগ মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে।’
ভারতকে নিয়ে এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয়দের তোপের মুখে পড়েছেন হোল্ডার। তাকে বয়কটের ডাক দিচ্ছেন তারা। এমনকি আইপিএল থেকে বাদ দেয়ার দাবিও উঠেছে।
সম্প্রতি ভারতীয়দের এমন দাবির মুখে বাংলাদেশী পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এমতাবস্থায় শঙ্কার মুখে পড়েছে হোল্ডারের আইপিএল খেলা।
আসন্ন আসরে গুজরাট টাইটান্সের হয়ে খেলার কথা রয়েছে হোল্ডারের। নিলাম থেকে সাত কোটি রুপিতে তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।



