টি-২০ বিশ্বকাপের জন্য আফগানিস্তান দল ঘোষণা

আফগানিস্তান ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।

নয়া দিগন্ত অনলাইন
ঘোষিত দলের অধিনায়ক রশিদ খান
ঘোষিত দলের অধিনায়ক রশিদ খান |সংগৃহীত

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। তারকা লেগ স্পিনার রশিদ খানকে দলের অধিনায়ক করা হয়েছে।

একই দল সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজেও অংশ নেবে, যা হবে বিশ্বকাপে প্রস্তুতির অংশ।

দলে রয়েছেন বাঁহাতি পেসার ফজলহক ফারুকি, অফ স্পিনার মুজিব উর রহমান, অলরাউন্ডার গুলবদিন নাইব এবং ডানহাতি ফাস্ট বোলার নাভিন-উল-হক।

অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের সাদা বলের সফর থেকে বাদ পড়া ফারুকি ও নাইব বিশ্বকাপের আগে দলে ফিরেছেন।

মুজিব উর রহমানের প্রত্যাবর্তনের ফলে তরুণ মিস্ট্রি স্পিনার এ এম গজনফারকে রাখা হয়েছে রিজার্ভ তালিকায়। তার সাথে রিজার্ভে আছেন ইজাজ আহমাদজাই ও জিয়া উর রহমান শরিফি।

এদিকে কাঁধের চোট কাটিয়ে দলে ফিরেছেন নাভিন-উল-হক। ওই চোটের কারণে তিনি সেপ্টেম্বরে এশিয়া কাপ খেলতে পারেননি। আফগানিস্তানের হয়ে তার সর্বশেষ ম্যাচ ছিল ২০২৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ।

২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে আফগানিস্তান স্মরণীয় এক যাত্রা চালায়। আইসিসি টুর্নামেন্টে প্রথমবারের মতো তারা সেমিফাইনালে জায়গা করে নেয়। ওই টুর্নামেন্টে তারা নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মতো উচ্চমর্যাদার দলকে হারিয়ে নজরকাড়া জয় পায়।

দলের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিব খান বলেন, আগের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে মুখিয়ে আছে দলটি।

নাসিব খান বলেন, আগের টি-২০ বিশ্বকাপে আফগান আতালান দারুণ পারফরম্যান্স করেছে। সেই স্মৃতিগুলো আমরা লালন করি এবং এবার আরো ভালো ফলের আশা করি, বিশেষ করে এশিয়ান কন্ডিশনে ম্যাচ হওয়ায়।

তিনি আরো বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আমাদের কম্বিনেশন ঠিক করা এবং বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত হওয়ার দারুণ সুযোগ করে দিচ্ছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আফগানিস্তানের টি-২০ সিরিজ অনুষ্ঠিত হবে ১৯ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত। টি-২০ বিশ্বকাপে আফগানিস্তান গ্রুপ ‘ডি’-তে খেলবে, যেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা।

আফগানিস্তান ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও টি-২০ বিশ্বকাপ এর জন্য আফগানিস্তান দল
রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), মোহাম্মদ ইসহাক (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, দরবিশ রাসুলি, শহিদুল্লাহ কামাল, আজমতুল্লাহ ওমরজাই, গুলবদিন নাইব, মোহাম্মদ নবী, নূর আহমাদ, মুজিব উর রহমান, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি ও আবদুল্লাহ আহমাদজাই।

রিজার্ভ: এ এম গজনফার, ইজাজ আহমাদজাই ও জিয়া উর রহমান শরিফি।