শাহিন আফ্রিদির ভক্তদের জন্য দুঃসংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ এর প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। এরপর জানুয়ারির শেষদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে একটি সিরিজ খেলবে তারা।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি
পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি |সংগৃহীত

পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি হাঁটুর চোটে চলমান বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৫তম আসর থেকে ছিটকে গেছেন। শনিবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ব্রিসবেন হিটের ম্যাচে চোট পান তিনি।

নিজের অভিষেক বিবিএল মৌসুমে সমর্থন দেয়ার জন্য ফ্র্যাঞ্চাইজি ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেন শাহিন।

সেখানে তিনি লিখেছেন, ব্রিসবেন হিট দল ও সমর্থকদের পক্ষ থেকে যে অসীম ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ।

পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক আরো নিশ্চিত করেন যে পুনর্বাসন প্রক্রিয়ার জন্য তাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দেশে ফিরিয়ে নিয়েছে।

তিনি বলেন, অপ্রত্যাশিত একটি চোটের কারণে পিসিবি আমাকে দেশে ডেকে নিয়েছে এবং আমাকে রিহ্যাব নিতে হবে। আশা করছি খুব শিগগিরই আবার মাঠে ফিরতে পারব। ততদিন দারুণ এই দলের জন্য আমি সমর্থন জানিয়ে যাব।

২৫ বছর বয়সী এই পেসার এবারের বিবিএলে চারটি ম্যাচ খেলে ১১.১৯ ইকোনমি রেটে দুটি উইকেট শিকার করেছেন।

আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত পাকিস্তান টি-টোয়েন্টি দলে শাহিন আফ্রিদিকে রাখা হয়নি। বিবিএলে ব্যস্ততার কারণে তাকে ও সাবেক অধিনায়ক বাবর আজমকে নতুনভাবে গঠিত দল থেকে বাদ দেয়া হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ এর প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। এরপর জানুয়ারির শেষদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে একটি সিরিজ খেলবে তারা।

এদিকে শাহিনের হাঁটুর চোটের মাত্রা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে ২০২৬ সালের আইসিসি টি-২০ বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়েও প্রশ্ন উঠেছে। এই টুর্নামেন্টটি আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হচ্ছে।