ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের বড় জয়

বিশাখাপত্তনমে আগে ব্যাট করে ৭ উইকেটে ২১৫ রান করে নিউজিল্যান্ড। জবাবে ১৮.৪ ওভারে ১৬৫ রানে গুটিয়ে যায় ভারত।

নয়া দিগন্ত অনলাইন
ভারত-নিউজিল্যান্ড ম্যাচের একটি দৃশ্য
ভারত-নিউজিল্যান্ড ম্যাচের একটি দৃশ্য |সংগৃহীত

ভারতের বিপক্ষে টানা তিন ম্যাচ হেরে দ্বিপক্ষীয় সিরিজ আগেই খুইয়েছিল নিউজিল্যান্ড, তবে চতুর্থ ম্যাচে এসে বুধবার রাতে প্রথম জয়ের দেখা পেল কিউইরা। স্বাগতিকদের ৫০ রানে হারিয়েছে তারা।

বিশাখাপত্তনমে আগে ব্যাট করে ৭ উইকেটে ২১৫ রান করে নিউজিল্যান্ড। জবাবে ১৮.৪ ওভারে ১৬৫ রানে গুটিয়ে যায় ভারত। ৩৬ বলে ৬২ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন টিম সেইফার্ট।

উদ্বোধনী জুটিতে ডেভন কনওয়েকে নিয়ে ৫০ বলে ১০০ রান যোগ করেন সেইফার্ট। ২৩ বলে ৪৪ রান করে আউট হন ডেভন কনওয়ে। এরপর ৬৩ রান তুলতে আরো ৬ উইকেট হারায় তারা।

শেষ দিকে ডেরিয়েল মিচেল ১৮ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। এছাড়া ১৬ বলে ২৪ রান করেন গ্লেন ফিলিপস। বল হাতে কুলদিপ যাদব ও আর্শদ্বীপ সিং ২টি করে উইকেট নেন।

রান তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারায় ভারত। ১১ ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৮২। সাঞ্জু স্যামসন ১৫ বলে ২৪ ও ৩০ বলে ৩৯ রান করেন রিঙ্কু সিং।

তবে ছয় নম্বরে নেমে স্রেফ ১৫ বলে ফিফটি করেন শিভাম দুবে। ৭ ছক্কা ও ৩ চারে ২৩ বলে ৬৫ রানের ইনিংস খেলে ফেরেন তিনি।তখনো জয়ের জন্য ৭১ রান প্রয়োজন ছিল ভারতের। তবে ২১ রানের বেশি করতে পারেনি তারা।

২৬ রানে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সফলতম বোলার অধিনায়ক মিচেল স্যান্টনার।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এই মুহূর্তে ভারতে আছে নিউজিল্যান্ড। প্রথম ৩ ম্যাচ কিউইরা হারলেও এই জয়ের পর স্কোর এখন ৩-১।