ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স, যা নিয়ে বিশ্ব ক্রিকেটাঙ্গনে সমালোচনার ঝড় বইছে। সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা প্রতিবাদ জানিয়েছেন। ক্রিকেটাঙ্গনে তো বটেই বাদ যায়নি ফুটবলসহ অন্যান্য ডিসিপ্লিনও, সব জায়গা থেকেই মোস্তাফিজ ইস্যুতে সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মোস্তাফিজের পাশে দাঁড়ানোর কথা উল্লেখ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।
খেলাকে রাজনীতির সাথে মেলানোর এমন কার্যক্রম বন্ধের আহবান জানিয়েছেন বাফুফে সভাপতি।
আজ রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দীর্ঘ এক স্ট্যাটাসে তাবিথ আউয়াল লিখেছেন, ‘কলকাতা নাইট রাইডার্স তাদের দলের জন্য মোস্তাফিজুর রহমানকে নির্বাচন করা সত্ত্বেও, কেবল রাজনৈতিক চাপের কারণে তাকে আইপিএল ২০২৬ থেকে বাদ দেয়া হয়েছে জেনে আমি অত্যন্ত হতাশ।
তিনি বলেন, মোস্তাফিজ একজন বিশ্বমানের অ্যাথলেট, যিনি নিজের দক্ষতা ও পারফরম্যান্স দিয়ে সেখানে জায়গা করে নিয়েছিলেন। শুধুমাত্র তার জাতীয়তার কারণে তাকে লক্ষ্যবস্তু করা একজন খেলোযাড়ের প্রতি অবিচার এবং অসহিষ্ণুতার চরম বহিঃপ্রকাশ, যা ক্রিকেটের মতো জেন্টলম্যানস গেমে মোটেও কাম্য নয়। আমি ভারতীয় কর্তৃপক্ষ এবং বিসিসিআই-এর প্রতি আহ্বান জানাই, খেলাধুলাকে রাজনীতিকরণ করা বন্ধ করুন।’
তাবিথ আউয়াল বলেন, ‘খেলাধুলার অসীম শক্তি আছে বিভেদ ভুলে মানুষকে এক করার। একে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, আসুন একে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করি।’
মোস্তাফিজের পাশে থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘শক্ত থাকো মোস্তাফিজ। পুরো জাতি আজ তোমার পাশে আছে।’



