মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার জ্যাকব মার্টিন। এমন ঘটনায় মঙ্গলবার ভোররাতে ভাদোদরায় পুলিশ গ্রেফতার করেছে তাকে।
পুলিশ জানিয়েছে, প্রায় রাত ২টা ৩০ মিনিটে অকোটা এলাকার পুনীত নাগর সোসাইটির কাছে জ্যাকব এমজি হেক্টর গাড়িটি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান ও রাস্তার পাশে দাঁড়ানো কিয়া সেল্টোস, হুন্ডাই ভেন্যু ও মারুতি সেলারিওতে ধাক্কা মারেন।
এতে গাড়িগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ফলে গাড়িগুলোর মালিকের অভিযোগের ভিত্তিতে তাকে ড্রাঙ্ক ও ড্রাইভিং ও র্যাশ ড্রাইভিং আইনে গ্রেফতার করা হয় এবং তার এমজি হেক্টর গাড়িটিও জব্দ করা হয়।
ওই সময় ৫৩ বছর বয়সী মার্টিন মদ্যপ ছিলেন বলে সন্দেহ করছে পুলিশ। পুলিশের ধারণা অনুযায়ী, গত রাতে তিনি বন্ধুর সাথে মদ সেবনের পর গাড়িটি চালাচ্ছিলেন।
অবশ্য পুলিশের কাছে গ্রেফতার হওয়া জ্যাকবের কাছে নতুন কিছু নয়। এর আগে ২০১১ সালে মানবপাচারের অভিযোগে দিল্লি পুলিশ সাবেক এই ক্রিকেটারকে গ্রেফতার করেছিল।
৫৩ বছর বয়সী জ্যাকব মার্টিন ভারতের হয়ে ১০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তিনি বরোদা রঞ্জি দলের সাবেক অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।



