ইনজুরিতে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে ছিটকে যান চট্টগ্রাম রয়্যালসের ইংলিশ ওপেনার অ্যাডাম রসিংটন। তার বদলি হিসেবে পাকিস্তানের মোহাম্মদ হারিসকে দলে নেয়ার চেষ্টা করছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি। এমনটাই জানিয়েছেন চট্টগ্রামের দলের পরিচালক হাবিবুল বাশার সুমন।
গেল সপ্তাহে আঙুলের ইনজুরিতে পড়েন রসিংটন। তার আগে এবারেরর আসরে ৬ ম্যাচ খেলে ৩টি হাফ-সেঞ্চুরিতে ১৩৯.৪৫ স্ট্রাইক রেটে ২৫৮ রান করেন তিনি।
সাংবাদিকদের বাশার বলেন, ‘রসিংটনকে ঘিরেই আমাদের ব্যাটিং পরিকল্পনা ছিল। তার অনুপস্থিতি আমাদের জন্য একটি বড় ধাক্কা। কিন্তু আমাদের কাছে বিকল্প খোঁজা ছাড়া আর কোনো উপায় নেই।’
তিনি আরো বলেন, ‘আমরা টম ল্যাথাম ও ফিল সল্টসহ আরো বেশ কয়েকজন বড় খেলোয়াড়ের সাথে যোগাযোগ করেছি। কিন্তু এই মুহূর্তে তাদের পাওয়া যাচ্ছে না। তাই আমরা পাকিস্তানের ওপেনার এবং উইকেটরক্ষক মোহাম্মদ হারিসের সাথে কথা বলছি। আলোচনা বেশ কিছুটা এগিয়েছে এবং আশা করি হারিস আমাদের দলে যোগ দেবেন।’
বিপিএল শুরুর আগে মূল মালিক মালিকানা ছেড়ে দেয়ার পর চট্টগ্রাম রয়্যালস পরিচালনার দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।



