বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত

তাদের তোপের মুখে বিসিবির অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয় এম নাজমুল ইসলামকে। কিন্তু এরপরও ক্রিকেটাররা মাঠে না ফেরায় এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লোগো
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লোগো |সংগৃহীত

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার পরও মাঠে ফেরেননি ক্রিকেটাররা। এর জেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিত করে দিয়েছে বিসিবি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। রাতে সব ফ্র্যাঞ্চাইজি ও সংশ্লিষ্ট সবাইকেই এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে অবহিত করবে বিপিএল টেকনিক্যাল কমিটি।

এর আগে, এম নাজমুল ইসলামের পদত্যাগ চেয়ে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বয়কটের ঘোষণা দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। তাদের তোপের মুখে বিসিবির অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয় এম নাজমুল ইসলামকে। কিন্তু এরপরও ক্রিকেটাররা মাঠে না ফেরায় এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।