বিপিএল

রাজশাহীকে ব্যাট হাতে দাঁড়াতেই দিলো না চট্টগ্রাম

৮.৫ ওভারে দলীয় ৫৪ রানে ফেরেন মুশফিকুর রহিমও (১৫)। এরপর মেহরাব হাসান (১৯), রায়ান বার্ল (১১) ও আকবর আলী (১৭) ভালো শুরু পেলেও ইনিংস বড় হয়নি। ১৪ বলে ১৪ রানে অপরাজিত ছিলেন তানজিম সাকিব।

নয়া দিগন্ত অনলাইন
মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম |সংগৃহীত

রাজশাহীকে মাথা তুলেই দাঁড়াতে দিলো না চট্টগ্রাম। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিলো দলটার। থিতু হতে পারলেন না কেউ, কেউ করতে পারেননি ১৯ রানের বেশি। ফলাফল ৯ উইকেটে ১২৮ রানেই শেষ রাজশাহীর ইনিংস।

শুক্রবার (৯ জানুয়ারি) সিলেটে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। যেখানে আগে ব্যাট করতে নেমে চাটগাঁইয়া বোলারদের সামনে দাঁড়াতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল।

মোহাম্মদ ওয়াসিমকে ১৯ রানে ফিরিয়ে যার শুরুটা করেছিলেন তানভীর ইসলাম। এরপর থিতু হতে পারেননি আর কেউ। তানজিদ তামিম ১২ বলে ৫ ও নাজমুল হোসেন শান্ত আউট হন ১০ বলে ৭ রানে।

৮.৫ ওভারে দলীয় ৫৪ রানে ফেরেন মুশফিকুর রহিমও (১৫)। এরপর মেহরাব হাসান (১৯), রায়ান বার্ল (১১) ও আকবর আলী (১৭) ভালো শুরু পেলেও ইনিংস বড় হয়নি। ১৪ বলে ১৪ রানে অপরাজিত ছিলেন তানজিম সাকিব।

বল হাতে আমির জামাল ২৩ রানে ৩, শরিফুল ইসলাম ২০ রানে ২ ও তানভীর ইসলাম ২৬ রানে নেন ২ উইকেট।