নতুন বছরের আগমন উপলক্ষে দেশবাসীকে বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।
নববর্ষকে বরণ করার সময় দেশবাসীর করণীয় কী, সে বিষয়ে তার অনুরোধ তুলে ধরে বুধবার তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বার্তা দেন।
শেখ মেহেদী হাসান লেখেন, ‘বাজির শব্দে আনন্দ নয়; ভয় পায় শিশু, অসুস্থ হয় মানুষ, ক্ষতিগ্রস্ত হয় সমাজ।’
তিনি এ সময় সকলকে বাজি ফোটানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আরো লেখেন, ‘তাই আসুন থার্টি ফাস্ট নাইটে আমরা এইসব থেকে বিরত থাকি।’



