মাদুরো সরকারের অন্যদের গ্রেফতার না করার কারণ বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মার্কিন সহযোগী সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে প্রশ্ন করা হয়েছিল- কেন যুক্তরাষ্ট্র মাদুরোর সরকারের অন্য সদস্যদের গ্রেফতার করেনি?

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও |সংগৃহীত

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করলেও অন্যদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি যুক্তরাষ্ট্র। এ নিয়ে প্রশ্ন ওঠেছে- এর কারণ কী? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে এর কারণও জিজ্ঞেস করা হয়েছিল।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মার্কিন সহযোগী সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে প্রশ্ন করা হয়েছিল- কেন যুক্তরাষ্ট্র মাদুরোর সরকারের অন্য সদস্যদের গ্রেফতার করেনি?

প্রশ্নটি এ কারণে সামনে এসেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলোকে গ্রেফতার ২৫ মিলিয়ন ডলার পর্যন্ত ঘোষণা করেছিল। আর প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনোর জন্য ঘোষণা করা হয়েছিল ১৫ মিলিয়ন ডলার।

রুবিওকে এ প্রশ্ন করা হলে তিনি তার জবাবে বলেন, ‘ব্যাপারটা খুবই সহজ। আপনি গিয়ে সবাইকে একসাথে ধরে ফেলতে পারবেন না।’

তিনি এ-ও বলেন, ‘আরো অনেককে ধরতে যুক্তরাষ্ট্রের বাহিনী যদি দেশটিতে আরো বেশি সময় অবস্থান করত, তাহলে কী ধরনের প্রতিরোধের মুখে পড়তে পারতো সেটি কল্পনা করতে পারেন?’

পরে রুবিও বলেন, ‘আমরা সর্বোচ্চ অগ্রাধিকারকেই গুরুত্ব দিয়েছি এবং সেটিই অর্জন করেছি।’

মার্কিন মিডিয়াকে যা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে দেয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভেনিজুয়েলায় হামলা প্রসঙ্গে যা যা বলেছেন, তা হলো :

- ভেনিজুয়েলায় হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে আনার পর তিনি বলেছেন, ‘এই যুদ্ধ ভেনিজুয়েলার বিরুদ্ধে নয়’

- ভেনিজুয়েলাবাসী এখন কী করবে, সেটা দেখে তাদের বিষয়ে বিচার বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। নিজেদের স্বার্থ রক্ষায় ওয়াশিংটন অনেককিছু হাতে রেখেছে বলে তিনি জানান।

- এবিসি রেডিওতে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, এই হামলার জন্য আগে কংগ্রেসের অনুমোদনের দরকার নেই, কারণ মার্কিন সৈন্যরা সরাসরি সেদেশে আগ্রাসন চালাচ্ছে না

- তিনি আশা প্রকাশ করে বলেছেন যে, মাদুরোকে অপসারণের ফলে ভেনিজুয়েলার উন্নতি হবে। কিন্তু তিনি এ-ও বলেছেন, এখানে প্রধান লক্ষ্য হচ্ছে আমেরিকার স্বার্থ।

- অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভেনিজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে তিনি মনে করেন কি-না, এমন প্রশ্নের জবাবে রুবিও বলেন, ভেনিজুয়েলার সরকারকে বৈধ সরকার বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে না।

সূত্র : বিবিসি